শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন ও মাক্স বিতারন করেছে বাগেরহাট সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম।বৃহস্পতিবার (১০ডিসেম্বর) সকালে শহরের গুরুত্বপূর্ণ সাধনার মোড়ে অনুষ্ঠিত মাস্ক বিতারন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক খন্দকার মোহম্মদ রেজাউল করিম।
সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী ও উপজেলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভীন সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন ও মাক্স বিতারন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম,বাগেরহাট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আজগার আলী,বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী এ্যাডভোকেট সিতারাণী দেবনাধ,সাধারন সম্পাদিকা এ্যাডভোকেট পারভীন আহম্মেদ,জাতীয় মহিলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট শরিফা খানম,বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট শেখ আসাদু জ্জামান, বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র তানিয়া খাতুন,জেলা যুব মহিলালীগের আহবায়ক এ্যাডভোকেট লুনা সিদ্দিকী, শিল্পি আক্তার প্রমুখ।
বক্তারা বলেন,এই প্রাণঘাতী ভাইরাস করোনার পরিস্থিতিতে আমরা পরিবার পরিজন নিয়ে শংকায় দিন যাপন করছি।সংক্রমণ এড়াতে করোনা মোকাবেলায় প্রত্যেক শ্রেণির মানুষকে ঘরে বাইরে বের হলে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে।এতে করোনা সংক্রমণ থেকে আমরা রেহাই পাওয়ার সম্ভবনা রয়েছে। স্বাস্থ্য বিধি মেনে,ঘন ঘন সাবান পনি দিয়ে হাত ধুতে হবে,সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারি-বেসরকারি ও স্বায়িত্বশাসিত সকল প্রতিষ্ঠান সমুহে কাজ সম্পাদন করতে সকলের প্রতি আহবান জানান।
Leave a Reply