শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন
বাগেরহাট অফিস
কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন।রবিবার বিকালে রেল রোড জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার দলীয় কার্যালয়ে রেল রোড শহীদ মোস্তফা কামাল বাবু চত্বরে এসে শেষ হয়।এখানে সমাবেশে জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্বা শেখ কামরুজ্জান টুকু।এ সময় জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড: শাহ ই আলম বাচ্চু,এ্যাড ফরিদ উদ্দিন আহম্মেদ,এ্যাড হেমায়েত উদ্দিন,সরদার সেলিম আহম্মেদ,সরদার ফখরুল আলম সাহেব,নকিব নজিবুল হক নজু,বাবু অম্বরীশ রায়,আহাদ উদ্দিনহায়দার,আক্তারুজ্জামান বাচ্চু,শেখ বশিরুল ইসলাম, ইবনে মিজান হিরু,আলহাজ্ব তালুকদার আব্দুল বাকী,যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন,মোল্লা শাহনেওয়াজ দোলন,মীর জায়েসী আশরাফি জেমস,জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী এ্যাড সীতা রানী দেবনাথ,সাধারণ সম্পাদক এ্যাড.শরিফা খানম , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন,যুগ্ম সাধারন সম্পাদক তালুকদার রীনা সুলতানা জেলা শ্রমিকলীগ সভাপতি রেজাউর রহমান মন্টু জেলা কৃষকলীগ সম্পাদক মো: মনি মল্লিক,মনিরুজ্জামান,ওশান সরদার প্রমুখ।বক্তারা বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির অস্তিত্ব।বাঙ্গালী জাতির ইতিহাস, ঐতিহ্যের সাথে মিশে আছেন তিনি।বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের কথা চিন্তা করা যায় না। কিন্তু ধর্মীয় নেতা বাবু নগরী ও মামুনুলহক বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে যে কথা বলেছে তা বাঙ্গালী জাতি মেনে নিবে না।বাবু নগরী ও মামুনুলহককে অবিলম্বে জাতির কাছে নি:শর্ত ক্ষমা চেয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেয়া উস্কানীমুলক বক্তব্য প্রত্যাহারের আহবান জানান ও রাতের অন্ধকারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানে ভাস্কর্য ভাঙ্গায় জড়িত দের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান।
Leave a Reply