বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:১২ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মাশালা অনুষ্টিত হয়েছে।শনিবার (৫ ডিসেম্বর) সকালে বাগেরহাট জেলা এনসিটিএফ সভাপতি .এম. মানজারুল ইসলাম সাজিদ এর সভাপতিত্বে বাগেরহাট শিশু একাডেমি বাগেরহাট কাযর্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা শিশু বিষয়ক কর্মকতা শেখ আসাদুর রহমান।এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিটিএফ বাগেরহাট জেলা শাখার সাধারন সম্পাদক সাবিহা আফরোজ,যুগ্ন সাধারন সম্পাদক আবরার আবির,সাংগঠনিক সম্পাদক কুলসুম, শিশু সাংবাদিক (ছেলে) জাবির হাসান,শিশু সাংবাদিক( মেয়ে) সায়মা আনজুমান মিম ,শিশু গবেষক( ছেলে) ওলি হাওলাদর, শিশু গবেষক (মেয়ে) ফারিয়া ফারিন তিশা ,শিশু সাংসদ (ছেলে) এসএম খালিদ হাসান প্রমুখ। শিশু সাংসদ (মেয়ে) তাবিদা খায়ের রিদি।প্রশিক্ষণে জাতিসংঘ শিশু অধিকার,এনসিটিএফ,আগামী এক বছরের কি করবে তার পরিকল্পনা করা হয়।উল্লেখ্য এই অনুষ্ঠানের জেলা কার্যনিবাহী কমিটি ১১ জন সদস্যর মধ্যে সকলেই উপস্থিত ছিলেন।
Leave a Reply