শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটের কচুয়ায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদ শেখ ফজলুল হক মনি’র ৮১ তম জন্মদিন পাালিত হয়েছে। দিনটি উপলক্ষে শুক্রবার দুপুরে কচুয়া শহিদ শেখ ফজলুল হক মনি কারিগরি কলেজে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কলেজের প্রতিষ্ঠাতা এ্যাড. মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট জেলা আওয়ামী লীগ নেতা মীর ফজলে সাইদ ডাবলু,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শিকদার হাবিবুর রহমান, সরকরি শহিদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হরপ্রসাদ মিস্ত্রী,বাগেরহাট বুদ্বি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষিকা মিসেস বেবী মোরশেদা খানম,কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদ,সরকারি সি.এস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিয়া সুলতানা,জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক যুবনেতা মীর জায়েসী আশরাফি জেমস,শহিদ শেখ ফজলুল হক মনি কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নরেশ চন্দ্র রায়,কচুয়া সদর আওয়ামীলীগের সভাপতি শেখ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক ফকির মোবাইদুল ইসলাম,উপজেলা মহিলা যুবলীগের সভাপতি তানিয়া আক্তার, বিশিষ্ট ব্যাবসায়ি বিমল দত্ত প্রমুখ।
বক্তারা বলেন,শহিদ শেখ ফজলুল হক মনি’ শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে ছিলেন না। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।যুবকদের প্রাণের সংগঠন যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি আপামর জনতার নেতায় পরিনত হয়ে ছিলেন।যুগে যুগে তার মত নেতার প্রয়োজন রয়েছে বাংলাদেশে।এই মহান নেতার নামে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কচুয়ায় হওয়াতে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বক্তারা।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply