চুলকাঠি ডেস্ক
বাগেরহাটের সদর উপজেলা চুলকাঠি পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সকাল আনুমানিক ১২ সময় রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। সূত্র জানা যায়, আজ সোমবার বেলা ১২ টার সময় সৈয়দপুর গ্রামের মো. আবু তাহেরের শিশু কন্যা তাসকিয়া (১ বছর ৬ মাস) পুকুরে ডুবে মারা যায়। খেলাধুলা করার সময় শিশুটি পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে তুলে আবদুল ওদুদ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবদুল ওদুদ মেমোরিয়াল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, শিশুটি স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।শিশু কন্যা নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে এলাকাবাসী।
Leave a Reply