মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:৪৩ পূর্বাহ্ন
বাদশা আলম/সাকিব,(নিজস্ব প্রতিবেদক)
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কৃষি অফিস এর উদ্যোগে ২০২০-২০২১অর্থ বছরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস বৃহস্পতিবার বিকাল ৪টায় পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়ার চামারিয়া শ্রী শ্রী শ্নশানকালি মন্দির মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল্লা আল মামুন। তিনি তাঁর বক্তৃতায় বলেন নিরাপদ খাদ্র উৎপাদন ও বাজারজাত করনে আমাদের সকলের এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার কৃষি বান্দব সরকার। সেই বিষয়টি মাথায় নিয়ে আপনারা কৃষি-কে ব্যাবসা হিসাবে উৎপাদন বাড়ানোর জন্য সকল চাষিদের প্রতি আহবান জানান।বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় কুমার দত্ত। উপ-সহকারী কৃষি অফিসার বিপুল কুমার পাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কুষক কাজি মোঃ আব্দুর রহিম। সভায় ৫০জন কৃষক/কৃষানীরা সহ উপসহকারী কৃষি অফিসারা উপস্থিত ছিলেন।
Leave a Reply