শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৯ অপরাহ্ন
বাদশা আলম /সাকিব
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার আট্টাকী সার্বজনীন শীতলা মন্দিরে সোমবার রাত ৮টায় মন্দির প্রাঙ্গনে মন্দির পরিচালনা পরিষদের সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আট্টাকী সার্বজনীন পূজা মন্দিরের উন্নয়ন সংক্রান্ত সহ বিবিধি বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শীতলা মন্দিরের সভাপতি ডা: অরবিন্দু পাল মনি। সাধারন সম্পাদক গোবিন্দ পালের পরিচালনায় এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মনোতোষ রায় কেষ্ট, হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মুরারী মোহন পাল, অমর ঘোষ, অর্পব কান্তি ঘোষ, প্রকাশ চন্দ্র পাল, কার্তিক দত্ত, অজিৎ পাল, রনি ঘোষ, গনেশ পাল, রতন রায়, শুভ ঘোষ, সত্য রঞ্জন চক্রবতর্ী, দেব প্রসাদ চক্রবর্তী বাবলু চক্রবর্তী, আশিষ ঘোষ, রনি ঘোষ সহ সদস্যগন উপস্থিত ছিলেন।
Leave a Reply