রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:২৬ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মাতা ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদী রাজিয়া নাসেরের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে।জেলা আওয়ামী লীগের নির্দেশনায় আগামী ২০ নভেম্বর শুক্রবার জেলার সকল মসজিদে সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মীরা মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করবে এবং আগামী ২৭ নভেম্বর শুক্রবার বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে মরহুমার স্বরনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বুধবার বিকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় এক স্বরনসভায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সকল সিদ্ধান্ত গ্রহন করেন । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেণ,জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক খান হাবিবুর রহমান,জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড শাহ ই আলম বাচ্চু,এ্যাড ফরিদ উদ্দিন,এ্যাড হেমায়েত উদ্দিন ভু্ইয়া,সরদার ফখরুল আলম সাহেব,নকিব নজিবুল হক নজু,আহাদ উদ্দিন হায়দার,বাবু অম্বরীশ রায়,রতন নন্দী,ফরিদা আক্তার বানু লুচি,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন,পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম,সাধারন সম্পাদক ইবনে মিজান হিরুসহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।পরে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply