শনিবার, ১০ জুন ২০২৩, ১২:১৪ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটে মৌমাছির কামড়ে মহিদ হাজী (৪২)নামের এক মাছ চাষীর মৃত্যু হয়েছে।শনিবার সকালে বাগেরহাট সদর উপজেলার পার নওয়াপাড়া গ্রামের বাংলা বাজার স্টীল ব্রিজের উপর এ মৃত্যুর ঘটনা ঘটে।নিহত মহিদ হাজী বাগেরহাট সদর উপজেলার পার নওয়াপাড়া গ্রামের শফি হাজীর ছেলে।নিহত মহিদের প্রতিবেশী মোঃ আলী বলেন,সকালে মটর সাইকেলযোগে বাড়ি থেকে বাগেরহাট যাচ্ছিলেন মহিদ হাজী।বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাংলা বাজার স্টীল ব্রিজের উপর আসলে একঝাক মৌমাছি মহিদের উপর আক্রমন করে।সে মটর সাইকেল থেকে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়।স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়।বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোঃ মিরাজুল করিম বলেন,মহিদ হাজী নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা।তার শরীরের বিভিন্ন স্থানে মৌমাছির কামড়ের চিহ্ন রয়েছে।শরীরের বিভিন্ন স্থানে মৌমাছির হুলও ছিল। পরিবারের কাছ থেকে জানতে পেরেছি তার আগে থেকেই হার্টের সমস্যা ও শ্বাস কষ্ট ছিলো।
Leave a Reply