শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৫ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলার ফকিরহাটে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার মাতা এবং তার সহধর্মিণী রুপা চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজ ৮ নভেম্বর সন্ধ্যায় ফকিরহাট উপজেলার কাঁঠালতলা মোড়ে স্বেচ্ছাসেবকলীগের নিজস্ব কার্যালয়ে দোয়ার অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে বংঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। করোনা ভাইরাস থেকে তিনি সহ তার স্ত্রী ও পরিবারের সকলের রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়ার অনুষ্ঠানে ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ ইমরুল হাসান, সদস্য সচিব কাজী বেলাল সাঈদ সদস্য শেখ ফারুক হোসেন,শেখ আসলাম,মোঃ রেজা,দাউদ,উজ্বল,রনি জাহাঙ্গীর শেখ, আঃরহমান,মোল্লাহাট খলিলুর রহমান কলেজের সাবেক জি এস খলিলুর রহমান,আরো উপস্থিত ছিলেন হাফেজ কালিম,মাওলানা হাবিবুল্ল্লাহ,হাফেজ নুরুন নবী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জিয়াউর রহমান জাহিদ।
Leave a Reply