রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
পুলিশের বাধায় অসুস্থ্য গভবর্তী গাভী জবাই বন্ধ ও বিক্রি বন্ধ। কসাই এর দাপর্টে মিথ্যা মামলার শিকার হচ্ছে সংবাদদাতা। ঘটনাটি ঘটেছে ফকিরহাটের লখপুর এলাকায়।সূত্রে জানা যায়, ফকিরহাটের লখপুর এর জলছত্র মোড় এলাকায় গত মঙ্গলবার গভীর রাতে অসুস্থ্য গভবর্তী গাভী নিমার্ণাধীন রেলসড়কের উপর দেখে এলাকাবাসী ফকিরহাট থানা পুলিশকে খবর দেয়। তাক্ষণিক থানা পুলিশ ঘটনা স্থলে পৌছালে কসাই ও গাভীর মালিক দৌড়ে পালিয়ে যায়। পুলিশ অসুস্থ্য গভবর্তী উক্ত গাভীটিকে স্থানীয় দোকানদারের জিম্মায় রেখে যায়। এলাকার ক্ষমতাধর উক্ত কসাই জব্¦কৃত গাভীটিকে জোর পূর্বক ছিনিয়ে নিয়ে অন্যত্র বিক্রি করে। এঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হলে কসাই ক্ষমতার দাপটে উক্ত সংবাদদাতাদের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা রুজু করার পায়তার চালাচ্ছে। সরকারী নিয়মনীর্তির উপেক্ষা করে দীর্ঘদিন যাবত এ ধরনের অসুস্থ্য ও গভবতী গাভী জবাই করে মানুষের অজান্তে খাওয়ানের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন এলাকার অভিজ্ঞ মহল
Leave a Reply