মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:১০ পূর্বাহ্ন
বাদশা আলম/সাকিব
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (সা.)কে অবমাননা করার প্রতিবাদে ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন ইমাম পরিষদের আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ শনিবার সকাল ১০টায় উপজেলার টাউন নওয়াপাড়া ও কাটাখালী গোল চত্তর মোড়ে অনুষ্ঠিত হয়েছে। পিলজংগ ইউনিয়ন ইমাম পরিষদের আহবায়ক আলহাজ্ব হযরত মাওঃ হেমায়েত বিন তৈয়েব এর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, মাওঃ আল আমিন বিন আমীন, মাওঃ মোঃ আঃ রহিম, মাওঃ নাসির উদ্দিন, মুফতি আব্দুল হান্নান, মাওঃ ওমর ফারুক, মাওঃ শফিউর রহমান ও মাওঃ মাহাবুবুর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন আল আমীন বিন আলী। এসময় বক্তারা ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহবান জানান। পরে হাজারো তওহীদী জনতাকে নিয়ে নওয়াপাড়া মোড় থেকে কাটাখালী মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply