মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন
নিজস্ব সংবাদদাতা কাটাখালী ( বাগেরহাট) : খুলনা মোংলা মহাসড়কে কাটাখালী হাইওয়ে থানার সম্মুখে মঙ্গলবার রাতে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। অপর জন গুরুতর আহত হয়ে খুমেক হাসপাতালে মৃত্যুর সাথে পান্জা লড়ছে।
সুত্রে জানাযায়,০৩ নভেম্বর ২০২০ ইং রোজ মঙ্গলবার আনুমানি রাত ১২ টায় লখপুর আমতালা পাম্প থেকে মটর সাইকেলে তেল নিয়ে কাটাখালী আসার সময় হাইওয়ে থানার কাছাকাছি আসলে সামনে থাকা, ট্রাকের পিছনে ধাক্কা লেগে মটর সাইকেল আরোহী দিপ্ত গুরুত অহত হয়। মটর সাইকেলে থাকা অন্য আরোহীরা ছিটকে পড়ে যায়। এবং কাভার ভ্যান দ্রুত ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। যানা গেছে দিপ্ত দত্ত শুভ,পিতা- দিপক দত্ত, ফকিরহাটের লখপুরের জাড়িয়া বারইডাঙ্গা গ্রামের বাসিন্দ। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দিপ্ত কে মৃত বলে ঘোষনা করে। আহত মোঃ হৃদয় শেখ পিতা- ইলিয়াস সাং কাহারডাংগা, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । নিহত দিপ্ত দত্ত শুভ খুলনা ম্যানগ্রোভ পলিটেকনিক ইনস্টিটিউট ৩য় বর্ষে অধ্যায়নরত ছিলো।
Leave a Reply