শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৫ অপরাহ্ন

চুলকাটি অনলাইন টিভি ও নিউজ মিডিয়া, সত্য প্রকাশের অঙ্গীকার। 
৭ম তম সৈয়দপুর প্রিমিয়ার লীগ শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২০

৭ম তম সৈয়দপুর প্রিমিয়ার লীগ শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২০

ক্রিকেট                ক্রিকেট                  ক্রিকেট

তৌহিদ মোল্লা, (ক্রিড়ি প্রতিনিধি) :  বাগেরহাট সদর উপজেলা চুলকাঠি সংলগ্ন সৈয়দপুরে ক্রিকেট প্রেমী সকল ভক্তদের জন্য আয়োজক কমিটির উদ্যোগে আবারও আয়োজন করতে যাচ্ছে  মনোমুগ্ধকর পরিবেশে আকর্ষণীয় নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট। বিশ্বব্যাপী করোনা ভাইরাস (কোভিড) সংক্রমণের কারণে ক্রিকেটপ্রেমীরা সকল প্রকার খেলা থেকে বঞ্চিত ছিল। করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হাওয়ায়, করোনাকালিন সকল স্বাস্থ্যবিধি মেনে সৈয়দপুর ইয়াং জেনেরেশনস আয়োজন করেছে সৈয়দপুর প্রিমিয়ার লীগ টুর্নামেন্টের ৭ম তম আসর।উক্ত নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে আপনাদের অংশগ্রহণ আমাদের একান্ত কাম্য।

         খেলার বিবরণী ও তথ্য


♣♣ স্থান: সৈয়দপুর দক্ষিণপাড়া বালুর মাঠ ♣♣

♦♦ আয়োজনে: সৈয়দপুর ইয়াং জেনেরেশনস ♦♦

এন্ট্রি ফি -(১,০০০/=) এক  হাজার টাকা মাত্র।

চ্যাম্পিয়ন প্রাইজমানি – ১০,০০০/= টাকা মাত্র। সাথে থাকবে আকর্ষনীয় ট্রফি।

রানার্সআপ – ৫,০০০/= টাকা মাত্র।

$$ খেলার নিয়মাবলী $$

♠  খেলাটি শর্টপিচ এবং নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

♠♠ উক্ত খেলাটি নাইট বলে অনুষ্ঠিত হবে।

♠♠♠ প্রত্যেক দলে ৭ জন প্লেয়ার খেলতে পারবে।

♠♠♠♠ এক দলের প্লেয়ার অন্য দলে খেলতে পারবে না।

♠♠♠♠♠ খেলাটি ৮ ওভারে অনুষ্ঠিত হবে।

♠♠♠♠♠♠ বোলিংয়ে সর্বোচ্চ ২ ওভার লিমিট থাকবে।

♠♠♠♠♠♠♠♠ কমিটির সিন্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে।

এন্ট্রি ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৫/১১/২০ ইং

খেলা শুরু হবে ২০ ও ২১ শে নভেম্বর ২০২০ বিকাল ৫ ঘটিকায়।

যোগাযোগ – মোবাইল-০১৮৭৯-৪৪৭৭৯৯/০১৮৬৪-৭৭২৫৪৭

সার্বিক সহযোগিতায়

ইমন,সাব্বির,শুভো,রফিক,মিরাজ

বিঃদ্রঃ- করোনাকালিন সকল স্বাস্থ্যবিধি মেনে টুর্নামেন্ট পরিচালিত হবে।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers