রবিবার, ০৭ অগাস্ট ২০২২, ১০:৩৬ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪৫০গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিল সহ জাহিদ নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার (০২ নভেম্বর) ভোরে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামে জাহিদের নিজ ঘরে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটক জাহিদ বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামের মতলেব সরদারের ছেলে। বাগেরহাট মডেল থানার এসআই শফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা ও ফেনসিডিলসহ জাহিদকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। সোমবার বিকেলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply