বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১১ পূর্বাহ্ন
জাকারিয়া হোসাইন শাওন,(নিজস্ব প্রতিবেদক) বাগেরহাটে কর্মজীবী নারীর নতুন প্রকল্প ”বাংলাদেশের সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নিয়োজিত নারী শ্রমিকদের দক্ষতা এবং নেতৃত্ব বিকাশ শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা রোববার (২৫ অক্টোবর) সকালে রাখালগাছি ইউনিয়ন পরিষদ এ অনুষ্ঠিত হয়।বাগেরহাটে কর্মজীবী নারীর নতুন প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবু শামীম আছনু। । এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী দেওয়ান আব্দুস শাফি, প্রকল্প কর্মকর্তা শেখ রুবেল আহমেদ, ফিল্ড অর্গানাইজার হাসিবা আক্তার, আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান বুলু, রাখালগাছি ইউনিয়ন পরিষদের সচিব আশীষ কুমার ব্যানার্জি এছাড়া রাখালগাছি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বার, এই প্রকল্পের সুবিধাভোগি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নিয়োজিত নারী শ্রমিকবৃন্দ।এ সময় এ প্রকল্পের সমন্বয়কারী আব্দুল দেওয়ান বলেন, “এই প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে যে সকল কাজ করা হবে তার মধ্যে উল্লেখযোগ্য হল: প্রকল্প অবহিতকরন সভা, এই কাজের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন সংস্থা/অফিসের সাথে নেটওয়ার্কিং মিটিং, গবেষণা করা, ও তার ফলাফল নিয়ে স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করা, নারী শ্রমিকদের সচেতনতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ২৫০ জন পুরুষ শ্রমিকদের সচেতনতামুলক প্রশিক্ষণ, দিবস উদযাপন র্যালী, ও সমাবেশ আয়োজন ইত্যাদি। এছাড়াও স্থানীয় ও জাতীয় পর্যায়ে এডভোকেসি সভাও করা হবে বলে জানান তিনি।
Leave a Reply