মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল-আযহা  উপলক্ষে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ঈদ মোবারক
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে দুই বিএনপি কর্মীকে পিটিয়ে আহত : ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর লুটপাট মোহনপুরে সড়ক দূর্ঘটনা রোধে জেলা পুলিশের বিশেষ অভিযান আন্তর্জাতিক নারী নির্য়াতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে বাগেরহাটে উঠান বৈঠক অনুষ্ঠিত মোংলা বন্দর ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের দুটি প্রতিষ্ঠানকে সন্মাননা প্রদান বাগেরহাটে বকেয়া বেতনের দাবিতে পৌরসভা কর্মচারীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ বাগেরহাটে সড়কের পাশে বাজারের ব্যাগে রাখা নবজাতক উদ্ধার ইসকন নিষিদ্ধের দাবিতে চিতলমারীতে বিক্ষোভ মোংলায় গরীব কৃষকদের  ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন কেন্দ্রীয় বিএনপি নেতা  কৃষিবিদ  শামীম উৎসব মুখর পরিবেশে ভট্রকনকপুর মাদ্রাসার আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিমকে মোংলায় সংবর্ধনা
স্বল্প পরিসরে হচ্ছে বাগেরহাটের শিকদার বাড়ীর দূর্গাপূজা

স্বল্প পরিসরে হচ্ছে বাগেরহাটের শিকদার বাড়ীর দূর্গাপূজা

আরিফ ঢালী,(নিজস্ব প্রতিবেদক)

দেশে করোনা পরিস্থিতির কারনে বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামের শিকদার বাড়ীর মন্ডপে এবার হচ্ছেনা এশিয়া মহাদেশের সব্বোর্চ সংখক প্রতিমা দিয়ে দূর্গাপূজার আয়োজন। গত বছরও বাগেরহাটের হাকিমপুরের শিকদার বাড়ীর মন্ডপে সনাতন হিন্দু ধর্মের ৮০১ টি দেবদেবীর প্রতিমা তৈরী করে জাঁকজামকপূর্ণ ভাবে পালন করা হয় সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজা। এবার দেশে করোনা পরিস্থিতির কারনে বাগেরহাটের হাকিমপুরের এই মন্ডপে স্বল্প পরিসরে আয়োজন করা হয়েছে এবারের দূর্গা পূজা। ষষ্ঠীতে বোধনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) শুরু হয়েছে সনাতন হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মী উৎসব দুর্গাপূজা। যা আগামী ২৬ অক্টোবর দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। বৃহস্পতিবার সকাল থেকেই বাগেরহাট সদরের হাকিমপুর গ্রামের শিকদার বাড়ীর মন্ডপে ঘরোয়া পরিবেশে করোনা স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দূর্গোৎসবের শুরু হয়েছে।বিগত ২০১১ সালে বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামে বিশিষ্ট ব্যবসায়ি লিটন শিকদারের ব্যক্তি উদ্যোগে তার বাড়ীর মন্ডপে দেবদেবীর ২৫১ টি প্রতিমা দিয়ে বড় আকারে দূর্গাপূজার আয়োজন করা হয়। এরপর প্রতি বছরই এই মন্ডপে দেবদেবীর প্রতিমার সংখ্যা বেড়ে গত বছর ৮০১ টিতে গিয়ে দাড়ায়। দেবদেবীর সংখ্যার দিক দিয়ে এই মন্ডপটি এশিয়া মহাদেশের সর্ববৃহত দূর্গা মন্ডপ হিসেবে পরিচিতি পেয়ে যায়। প্রতি বছর দেশ-বিদেশের সনাতন হিন্দু ধর্মালম্বি থেকে শুরু করে হাজার-হাজার মানুষের পদচারনায় এই দূর্গা মন্ডপটি তীর্থস্থানে পরিনত হয়। ওই সময়ে জনশ্রোতে মোংলা-খুলনা জাতীয় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যা ছিল হাকিমপুর শিকদার বাড়ীর দূর্গোৎসবের নিত্যদিনের চিত্র। এই অবস্থায় বাগেরহাটের শিকদার বাড়ীর মন্ডপের দেবদেবীর প্রতিমার সংখ্যাধিকের খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়লে দেশের মন্ত্রী-এমপি থেকে শুরু করে ভারতের কূটনীতিকরাও দূর্গাপূজার সময় ছুটে আসতেন বাগেরহাটের এই দূর্ঘাপূজা মন্ডপে। এবছর ৮৫১টি প্রতিমা দিয়ে এখানে দূর্গাপূজা আয়োজনের কথা থাকলেও দেশে করোনা পরিস্থিতি সবকিছু ওলাটপালট করে দিয়েছে। এবার শারদীয় দূর্গোৎসবে এই মন্ডপে দেখা যাবেনা চীরচেনা সেই জনসমাগমের দৃশ্য।হাকিমপুর শিকদার বাড়ীর পূজা মন্ডপকে এশিয়া মহাদেশের সর্ববৃহত দূর্গাপূজা দাবী করে মন্ডপের আয়োজক বিশিষ্ট ব্যবসায়ি লিটন শিকদার জানান, দেশে করোনা পরিস্থিতির কারনে তাদের বাড়ীর মন্ডপে এবার দুর্গোৎসবে বড় কোনো আয়োজন থাকছে না। স্বল্প পরিসরে করোনা স্বাস্থ্যবিধি মেনে বড় আকারে দূর্গাপুজা আয়োজন সম্ভব না হওযায় সাদামাটা হবে এ বছরের আয়োজন । তিনি আরও বলেন স্বাস্থ বিধি মেনে আসলে পূজা পালন করা সত্যিই অসম্বব তাই আমি সকলকে শিকদার বাড়ীর পূজাতে না আসতে উৎসাহিত করছি। আসলেও সকলকে স্বাস্থ বধি মেনে আসতে হবে । তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি ভাল হলে আগামী বছর আবার জাকজমকপূর্নভাবে আয়োজন করা হবে সনাতন ধর্মের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব । এবছর দূর্গাপূজায় সময় কাউকে তাদের বাড়ীতে অহেতুক ভীড় না করার অনুরোধ ও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৪, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers