বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টাস : বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া-মাইট কুমড়া গ্রামে এনজিও কর্মীকে দলবেঁধে ধর্ষন মামলার অন্যতম আসামী মামুন শেখ (৩০)কে আটক করে পুুলিশ এবং ৪নং আসামী মুসা ওরফে ইব্রাহিম (৩০) কে আটক করেছে খুলনা র্যাব-৬। তাকে ১৯অক্টোবর আদালতে সোপর্দ করা হয়েছে। গত ১৮অক্টোবর রাতে চুলকাঠি এলাকা থেকে র্যাব-৬ এর একটি দল আটক করতে সক্ষম হয়েছে। সে বাগেরহাট সদর উপজেলার ভট্রবালিয়াঘাটা গ্রামের মুজিবর এর পুত্র। এ পর্যন্ত উক্ত মামলায় দুইজন আসামীকে আটক করেছে। উল্লেখ্য, জাড়িয়া মাইট-কুমড়া এলাকায় ১০ অক্টোবর (শনিবার) গভীর রাতে বিষ্ণু পদ কুন্ডুর বাড়ীর ঘরের টিন খুলে ভাড়াটিয়া এনজিও নারী কর্মীর ঘরে জোর পূর্বক প্রবেশ করে। এরপর মেয়েটিকে পাশের ঘরে থাকা একই এনজিও এর হিসাব রক্ষক বিশ্বজিৎ ঘোষের ঘরে নিয়ে দুজনকে প্রতারনা করার জন্য ভিডিও ধারন করে এবং একলক্ষ টাকা দাবী করে। টাকা দিতে অস্বিকার করায় বিশ্বজিৎকে মারপিট করে। এসময় বিশ্বজিতের মানিব্যাগ থেকে ১০হাজার টাকা ছিনিয়ে নেয়। তারপর পুনরায় উক্ত এনজিও নারী কর্মীকে নিয়ে তার নিজের কক্ষে নিয়ে আসে। সেখান থেকে নারী কর্মীর ঘরে থাকা নগদ ১৬হাজার টাকা ও গলাই থাকা একটি স্বর্নের চেইন ও এক জোড়া কানের দুল ছিনিয়ে নেয়। এরপর উক্ত আসামীরা উক্ত এনজিও নারীকর্মী কে বিবস্ত্র করে গনধর্ষন করে ভিডিও ধারন করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ১১ অক্টোবর ভিকিটিম নিজ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় ৪জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছে।
Leave a Reply