বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন
আমিনুল ইসলাম, (ফকিরহাট প্রতিনিধি)
বাগেরহাটের ফকিরহাটে বাহিরদিয়া স্পোটিং ক্লাব কর্তৃক আয়োজিত ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ বুধবার সন্ধ্যায় বাহিরদিয়া বালিয়ার মাঠে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।মানসা-বাহিরদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু।এছাড়া এসময় ফকিরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো: রফিকুল ইসলাম ও তরুন সমাজ সেবক বাবলু কুমার আঁশ। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ ইয়াছিন শেখ,সাবেক ইউপি চেয়ারম্যান কাজি ইসমাইল সিদ্দিক খোকন, প্রধান শিক্ষক আবু হানিফ শেখ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান বাবু, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ আসলাম হোসেন, সমাজ সেবক মোঃ আজহার শেখ সহ বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় মানসা শাপলা ক্রীড়া চক্রকে ২-০ গোলে জয়ী হয়েছে বাহিরদিয়া স্পোটিং ক্লাব। কেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছে বিজয়ী দলের প্রসেন। ম্যান অব দি সিরিজ নির্বাচিত হয়েছে গোলকিপার পারভেজ। খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, সহযোগি ছিলেন আলী আকবর ও সাইফুল ইসলাম।
Leave a Reply