বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন
কাটাখালী প্রতিনিধি,(বাগেরহাট):
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের দেয়াপাড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা এস এম মহব্বত আলী (৭৬) সোমবার দুপুর সাড়ে ১২টায় খুলনাস্থ নিজ বাসভবন মারা গেছেন। এদিন বিকেল ৫টায় দেয়াপাড়া ঈদদগাহ ময়দানে তার গার্ঢ অব অনার প্রদান করা হয়েছে। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:তানভরি রহমানের নেতৃত্বে জেলা পুলিশের চৌকশ একটি পুলিশের দল তাকে গার্ঢ অব অনার প্রদান করেন। এরআগে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, শুভদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ আলতাফ হোসেন টিপু, বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, শেখ মো: আবু বকর, শেখ আ: কাদের সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। এর মুরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন কার্যাদী সম্পন্ন হয়েছে।
Leave a Reply