শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৯ অপরাহ্ন
সোবহান হোসাইন :
জমে উঠেছে বিশ্বকাপ বাছাইপর্ব। ইতোমধ্যে ল্যাতিন আমেরিকা অঞ্চলের ২০২২ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চলতি অক্টোবরে মাঠে নেমেছে মেসির আর্জেন্টিনা। চলতি মাসে দুটি ম্যাচও খেলেছে ল্যাতিন জায়ান্টরা। বাছাইপর্বের দুটি ম্যাচের মধ্যে দুটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে ২-১ গোলে হারায় মেসিরা। আগামী নভেম্বর মাসে আরো দুটি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।এই দুটি ম্যাচে মেসিদের প্রতিপক্ষ প্যারাগুয়ে এবং পেরু। নিজেদের ঘরে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আর পেরুর বিপক্ষে ম্যাচটি হবে অ্যাওয়ে। আর্জেন্টিনা ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচটি হবে ১২ তারিখে। আর পেরুর বিপক্ষে ম্যাচটি হবে ১৭ তারিখে।
Leave a Reply