রবিবার, ০৭ অগাস্ট ২০২২, ০৯:৩০ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটের চিতলমারী উপজেলায় বুদ্ধি ও বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি আকরাম শেখ ওরফে আক্কেল (৫৫) কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আকরাম ওরফে আক্কেল শেখ উপজেলার চরডাকাতিয়া গ্রামে বাড়ি। সে গত ৬ মাস আগে বাড়ির পাশে এক বুদ্ধি ও বাক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করে। এরপর ঐ প্রতিবন্ধী অন্তঃসও্বা হয়ে পড়ে।যা জানাজানি হলে এবং ডাক্তারি সনদ পেয়ে মেয়েটির পিতা বাদি হয়ে গত ১৩ অক্টোবর চিতলমারী থানায় একটি মামলা দায়ের করেন।
চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক শনিবার সকালে জানান, চাঞ্চল্যকর এ মামলার আসামি আকরাম শেখ ওরফে আক্কেলকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে তাকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply