বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৪:১৩ পূর্বাহ্ন
চুলকাঠি ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পাঁচটি নতুন শাখা উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভার্চুয়াল প্লাটফর্মে শাখারগুলোর উদ্বোধন করা হয়েছে।শাখাগুলো হলো- চট্টগ্রামের দোহাজারী, রাজশাহীর গোদাগাড়ী, কিশোরগঞ্জের হোসেনপুর, গোপালগঞ্জের মুকসুদপুর ও কুমিল্লার নাঙ্গলকোট।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মোশাররফ হোসাইন। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও সংশ্লিষ্ট পাঁচটি শাখা প্রাঙ্গণে আয়োজিত পৃথক অনুষ্ঠানে উপস্থিত ব্যাংকের জোনপ্রধান, শাখাপ্রধান, নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে যুক্ত হন।
Leave a Reply