শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৩ অপরাহ্ন
সোবহান হোসাইন, (ক্রিড়া প্রতিনিধি বাগেরহাট সদর): এরস্তাদিও হার্নান্দো সাইলস, নামটার মাঝেই কেমন একটা আভিজাত্য! বলিভিয়ার ঘরের মাঠ না বলে দুর্গ বললেও হয়তো অত্যুক্তি হবে না। পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত এই স্টেডিয়ামে বুধবার স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ বাছাইপর্বে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২ হাজার ফুট উচ্চতায় অবস্থিত সাইলস স্টেডিয়ামে স্বাগতিক বলিভিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। এখানে প্রতিপক্ষ যতটা না স্বাগতিকরা, তার চেয়ে বেশি ছিল এর উচ্চতাই। এমন স্টেডিয়ামে স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নেয়াই যেখানে কঠিন, সেখানে দম ধরে রেখে টানা খেলে যাওয়ায় কঠিন ব্যাপার।তবে সব বাধা বিপত্তি কাটিয়ে ২-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। টানা ২ ম্যাচ জয়ে উঠে এসেছে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে। অবশ্য ম্যাচের শুরুতে ধাক্কাই খেয়েছিল আলবিসেলেস্তেরা। ২৪ মিনিটে মোরেনোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। শুরুর দিকে ছন্দে ছিল না আকাশী-নীল।শিবিরের কেউই। মেসির দল ম্যাচে বলার মতো প্রথম সুযোগ তৈরি করতে পারে ৪০ তম মিনিটে। তবে বারপোস্ট সে যাত্রায় আর্জেন্টিনাকে হতাশ করে।উচ্চতাজনিত কারণে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ক্লান্তিতে নুইয়ে পড়েন আর্জেন্টিনার খেলোয়াড়রা। সব ছাপিয়ে লউতারো মার্টিনেজ ৪৫ মিনিটে গোল করলে কিছুটা স্বস্তি নিয়েই বিরতিতে যায় লিওনেল স্কালোনির দল।বিরতি থেকে ফিরে গোছানো ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। তবে কিছু সময় যেতেই আবারো ক্লান্তির কারণে খেই হারিয়ে ফেলে তারা। একেরপর এক সুযোগ মিসে যখন হতাশায় নিমজ্জিত আলবিসেলেস্তে শিবির, তখনই সমর্থকদের খুশির উপলক্ষ এনে দেন জোয়াও কোরিয়া। মার্টিনেজের এসিস্ট থেকে ৭৯ মিনিটে দলের পক্ষে জয়সূচক গোল করেন তিনি।
Leave a Reply