বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:১১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল-আযহা  উপলক্ষে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ঈদ মোবারক
সংবাদ শিরোনাম :
চুলকাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত রামপাল-মোংলায় কৃষিকে বাঁচাতে ওয়াপদা বেড়িবাঁধ বাস্তবায়ন করা হবে-কৃষিবিদ শামীমুর রহমান শামীম বাগেরহাটে জিয়া পরিষদের আনন্দ মিছিল ও সমাবেশ চুলকাটিতে বসতবাড়ী ভাংচুর ও মালামাল লুট আহত ২ বাগেরহাটে বিএনপির সম্প্রীতি সমাবেশ বাংলাদেশকে জনকল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে হবে রামপালের জনসভায় কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান হাকিমপুর মাদ্রাসার আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠিত বাগেরহাটে রাজনৈতিক ক্ষমতায়নে কর্মশালা বাগেরহাটে শ্রমিক নেতাকে মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন রামপালে কেন্দ্রীয় বিএনপি নেতা শামীমকে নিয়ে অপপ্রচারের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ
ঢাকা ও চট্টগ্রামের পর করোনায় মৃত্যু বেশি খুলনায়

ঢাকা ও চট্টগ্রামের পর করোনায় মৃত্যু বেশি খুলনায়

চুলকাঠি রিপোর্ট : দেশে গত ৮ মার্চ করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর করোনায় আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬০৮ জনে। মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৩১৪ (৭৬ দশমিক ৯৩ শতাংশ) ও নারী এক হাজার ২৯৪ জন (২৩ দশমিক ০৭ শতাংশ)।

বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে দুই হাজার ৮৬৩ (৫১দশমিক ০৫ শতাংশ) ও চট্টগ্রামে এক হাজার ১২৮ জন (২০ দশমিক ১১ শতাংশ)। ঢাকা ও চট্টগ্রামের পর বেশি সংখ্যক করোনা রোগীর মৃত্যু হয়েছে খুলনা বিভাগে ৪৫৩ জন (৮ দশমিক শূন্য ৮ শতাংশ)।

এছাড়া রাজশাহী বিভাগে ৩৬০ (৬ দশমিক শূন্য ৪২ শতাংশ), বরিশালে ১৯৩ (৩ দশমিক ৪৪ শতাংশ), সিলেটে ২৩৯ (৪ দশমিক ২৬ শতাংশ), রংপুরে ২৫৪ (৪ দশমিক ৫৩ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ১১৮ জন (২ দশমিক ১০ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে ঢাকা বিভাগের ৯, চট্টগ্রামে চার, খুলনায় এক এবং সিলেট বিভাগে একজন রয়েছেন।

উল্লেখ্য, দেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে পুরুষ ৯ এবং নারী ছয়জন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৬০০ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল তিন লাখ ৮৪ হাজার ৫৫৯ জনে। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন এক হাজার ৭৮০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৯৯ হাজার ২২৯ জন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৪, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers