বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন
সোবহান হোসাইন : ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম রাউন্ড শেষ হয়েছে। প্রতিটি দলই একটি ম্যাচ খেলেছে এবং প্রথম রাউন্ডে জিতেছে চারটি দল।
প্রথম রাউন্ডে যে চারটি দল জিতেছে তারা হল- আর্জেন্টিনা, উরুগুয়ে, ব্রাজিল এবং কলম্বিয়া।
আর যে চারটি দল হেরেছে তারা হল- ইকুয়েডর, চিলি, বলিভিয়া এবং ভেনিজুয়েলা।
হার এবং জয়ের বাইরে গিয়ে ম্যাচ ড্র করেছিল পেরু এবং প্যারাগুয়ে।প্রথম রাউন্ডে চারটি দল জয় পেলেও সবচেয়ে বেশি গোল দেয়ায় অর্থাৎ গোল ব্যবধানে শীর্ষে থেকে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে
ব্রাজিল। দ্বিতীয় স্থানে আছে কলম্বিয়া, তৃতীয় স্থানে উরুগুয়ে এবং চতুর্থ স্থানে আর্জেন্টিনা।প্যারাগুয়ে এবং পেরু আছে পাঁচ ও ৬ নম্বর স্থানে। চিলি সাতে, আটে ইকুয়েডর, নয় নম্বরে ভেনিজুয়েলা এবং দশ নম্বরে আছে বলিভিয়া।
Leave a Reply