বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৫:২৬ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস :
তামাক কোম্পানির বিজ্ঞাপন বন্ধ, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবাযনের লক্ষে জেলা প্রশাসক বরাবর বিজ্ঞাপন প্রদর্শনে অভিযোগ দাখিল করা হয়েছে। দি ইউনিযন ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের সার্বিক সহযোগিতায় এবং অগ্রদূত, বাগেরহাট এর বাস্তবায়নে এই কার্যক্রম পরিচালনা করা হয।
এক্সেস টু ইনফরমেশন ( এটুআই) প্রোগ্রাম ডিজিটাল বাংলাদেশ বিনির্মান তথা রূপকল্প – ২০২১ বাস্তবায়নের উদ্দেশ্যকে সামনে রেখে সরকার নানামুখি কাজ করছেন। এরই ধারাবাহিকতায তথ্য প্রযুক্তির ব্যবহারের ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ এ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু বাজারে মুদিখানা ও চায়ের দোকানে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শন করতে দেখা গেছে। যা জনকল্যাণে প্রণীত ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন এর ৫ ধারার সুস্পষ্ট লংঘন । এভাবে নিযম ভঙ্গ হতে থাকলে প্রধানমন্ত্রীর লালিত স্বপ্ন বাস্তবায়ন করা, ২০৪০ সালের মধ্যে ‘ বাংলাদেশকে ধুমপান মুক্ত ঘোষণা করা দ বাধা গ্রস্তহবে।
তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপনের মধ্যে স্টিকার, উইন্ডো, ক্যাশবাক্স, প্রমােশনাল স্টিকারসহ বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রচার করছে। তামাক কোম্পানিগুলো প্রধানতঃ কিশোর ও যুব সমাজকে টার্গেট করছে। তার মধ্যে তামাকজাত দ্রব্য ব্যবহার বিশেষ করে সিগারেট সেবনের প্রতি আগ্রহী করে তুলছে । যা আমাদরে যুব সমাজকে তামাকের কালাে থাবায় আচ্ছাদতি করছে ।প্রশাসন অন্ততপক্ষে ধূমপান ও তামাক নয়িন্ত্রণ আইন বাস্তবায়নে তামাকের এই অবৈধ বিজ্ঞাপন বন্ধে জর“রি পদক্ষেপ গ্রহণ করবেন এটাই অগ্রদূত, বাগেরহাট এর প্রত্যাশা।
Leave a Reply