শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৪ অপরাহ্ন

চুলকাটি অনলাইন টিভি ও নিউজ মিডিয়া, সত্য প্রকাশের অঙ্গীকার। 
চুলকাঠিতে প্রতিপক্ষের আঘাতে আহত ৩

চুলকাঠিতে প্রতিপক্ষের আঘাতে আহত ৩

প্রতীকী ছবি

চুলকাঠি প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি কিসমত ভট্ট গ্রামে প্রতিপক্ষের আঘাতে ৩ জনআহত হয়েছে। তার মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি এজাহার করা হয়েছে।

অভিযোগে জানা যায়, গত ৯ অক্টোবর রাতে উক্ত গ্রামের ইয়াকুব শেখ চুলকাঠি স্কুলের পথ দিয়ে বাড়ি ফেরার পথে জিয়া মুহুরীর বাড়ির কাছে পৌছালে স্থানীয় ইসমাইল শেখ, বেল্লাল শেখ, হেলাল শেখ, হানিফ শেখ, লতিফ শেখ দা-রড নিয়ে তার উপর হামলা করে আহত করে এবং তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়।তার চিৎকারে বায়েজিদ শেখ ও আসলাম শেখ ছুটে আসলে তাদের উপরও হামলা চালায়। এতে ৩ জনই আহত হয়। দুইজনকে প্রাথমিক চিকিৎসা করানো হয় এবং ইয়াকুব শেখকে খুলনা হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে তার ছেলে সোহাগ বাদী হয়ে থানায় এজাহার করেছে।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers