রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন
আলমগীর হোসেন, (নিজস্ব প্রতিবেদক) বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ৮ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার সন্ধ্যায় নলধা-মৌভোগ ইউনিয়নের আপার মৌভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক,ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আঃ রাজ্জাক, নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান কাজি মুঃ মহসীন। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান মাহফুজুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের মোঃ জাহাঙ্গির হোসেন। যে সকল দলীয় নেতা-কর্মীরা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় আওয়ামী লীগ নেতা সরদার আমিনুল রশিদ মুক্তি, ফকির দাউদ হায়দার বাবু, অজামিল ঢালী, আকবর আলী মোল্লা, ইমরান আলী লিঠু, ইউপি সদস্য গুরুদাশ অধিকারী, হান্নান শাহ, নিক্সন খা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ ও সমর্থক উপস্থিত ছিলেন।
Leave a Reply