বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সুখদাড়া এলাকায় সুকৌশলে অচেতন করে ১৪ বছরের বিবাহিত এক কিশোরী শ্রমিককে ধর্ষনের অভিযোগে মডেল থানায় মামলা হয়েছে।ভিকটিম নিজ বাদী হয়ে একজনকে আসামী করে মামলা করেন। মামলা নং-০৪, মামলার একমাত্র আসামী মো: শামীম শেখ (১৯) কে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে।
এদিকে ভিকটিমকে ডাক্তারী সম্পন্ন হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মামলার বরাত দিয়ে থানা পুলিশ জানান, ২৯/০৯/২০২০ই তারিখ জাড়িয়া-মাইট কুমড়া এলাকার শিমুল শেখের স্ত্রী, তার এক বান্ধবীর বাড়ীতে বেড়াতে যায়। সেখানে সন্ধ্যার পর উক্ত আসামী সুকৌশলে পানীয় জাতীয় খাবারের সাথে ঘুমের ট্যাবলেট খাইয়ে দেয়। যখন ঘুমিয়ে পড়ে তখন কিশোরীকে অচেতন অবস্থায় ধর্ষন করে বলে অভিযোগ করে। মামলা ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো:খায়রুল আনাম।
Leave a Reply