শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
বাদশা আলম/ সাকিব
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার করোনা যুদ্ধে অদম্য স্বাস্থ্য সেবা কর্মী মৌভোগ কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মিঠুন হীরার স্মরণে শোক সভা শনিবার দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে সন্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: কে.এম হুমায়ুন কবীর। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহীদ সুজা। উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্রের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা: অরিজুল ইসলাম, সিএইচডি জেলা সভাপতি মো: ওয়াহিদুজ্জামান, উপজেলা সভাপতি আ: জব্বার, সিএইচসিপি মো: ডালিম হোসেন, এএইচআই বঙ্কিম চন্দ্র মুখার্জী, এএইচএল সরদার আ: মামুন, স্থানীয় কাজি মশিউর রহমান ও দিলিপ হীরা প্রমূখ। উল্লেখ্য, উপজেলার ডহর মৌভোগ গ্রামে করোনা আক্রান্ত হয়ে স্বাস্থ্যকর্মী মিঠুন হীরা (২৬) ২৫সেপ্টেম্বর রাত সাড়ে দশটায় খুলনা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান।
Leave a Reply