বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৪:৩৯ পূর্বাহ্ন
চুলকাঠি ডেস্ক : বাগেরহাট সদর উপজেলার প্রধান শিক্ষক ফোরামের সভা চুলকাঠি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগতিক বক্তব্য রাখেন ফোরামের সভাপতি বাগেরহাট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা ইসলাম। সদ্য গঠিত সংগঠনের গঠনতন্ত্র চুড়ান্তকরণ, সদস্য হওয়া সহ সংগঠনের বিষয়ে বহুবিধ আলোচনা করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক কান্দাপাড়া নুরুন্নাহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াজ হোসেন, শিক্ষক সমিতির সভাপতি রণবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, বাগেরহাট চিকিৎসা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, আশীষ কুমার পাল, দীপক কুমার দাশ, মৃনাল কান্তি দেবনাথ, হাসিবুর রহমান, রবিউল ইসলাম প্রমুখ।
Leave a Reply