বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪২ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক
বাগেরহাট জেলার কচুয়া উপজেলার উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভায় কচুয়া বাজার জিরোপয়েন্ট থেকে কচুয়া স্বাস্থ্য কমপ্রেক্স পর্যন্ত সড়কের দুর্দশার অবস্থা উপস্থাপিত হয়।শনিবার সকাল ১১:৩০ মিনিটে, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কচুয়া উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভার সমাপ্তির পর উক্ত সড়ক দ্রুত সংস্কারের বিষয়ে বাগেরহাট ০২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় অবহিত হন এবং সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এমপি শেখ তন্ময়ের নির্দেশের ২৪ ঘন্টার মধ্যে সড়কটির মেরামতের কাজ শুরু হয়েছে। ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের কষ্ট স্বল্প সময়ের মধ্যে লাঘব হতে যাচ্ছে।
Leave a Reply