শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন
আলমগীর হোসেন,(নিজস্ব প্রতিবেদক)
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ২১শে সেপ্টেম্বর ২০২০ রোজ সোমবার সকাল ১১টায় উপজেলা মিলানায়তনে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম।ফকিরহাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা,ফকিরহাট মডেল থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম,ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী,উপজেলা মেডিকেল অফিসার(মা,শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা) কর্মকর্তা ডাঃ মোঃ শাহরিয়ার শামীম,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পুষ্পেন কুমার শিকদার,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আমজাদ হোসেন সরদার,ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু,বেতাগা ইউপি
চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ,মানসা-বাহিরদিয়া ইউপি মোঃ রেজাউল করিম ফকির,নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান কাজি মো মহসিন, পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামিম জামান পলাশ, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার, শুভদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম,শেখ হেলাল উদ্দীন ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বটু গোপাল দাশ।
এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply