মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন
চুলকাঠি ডেস্ক : বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বণিকপাড়ার দিপক দত্তের গোবিন্দ মন্দির থেকে প্রতিমার অলংকার চুরির ৩ দিনেও কোন অভিযোগ বা মামলা হয়নি।গত বৃহস্পতিবার রাতে বাড়ির দিপক দত্তের ব্যক্তগত গোবিন্দ মন্দিরের প্রতিমা শরীর থেকেকোমর বিছে, পায়ের তোরা, মাথার টিকলি, মাথার মুকুট, কানের দুল, গলার হার, বাজু, টিপ চুরি হয়। দিপক দত্ত জানায়, টিপটি সোনার এবং অন্যান্য অলংকারগুলি রূপার ছিল। ঘটনার পর চুলকাঠি তদন্তকেন্দের পুলিশ পরিদর্শনে এসেছিল। তবে তিনি থানায় কোন মামলা বা তদন্তকেন্দ্রে কোন অভিযোগ করেননি।
Leave a Reply