বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৬:২৩ পূর্বাহ্ন

চুলকাটি অনলাইন টিভি ও নিউজ মিডিয়া, সত্য প্রকাশের অঙ্গীকার। 
সংবাদ শিরোনাম :
মোংলা বন্দরে তিন নম্বর সংকেত, বৃষ্টিতে জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত রামপালে ওয়ারেন্টভূক্ত আসামীসহ গ্রেফতার -৪  নতুনধারার রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য এলো ৩৪২০০ মেট্রিক টন কয়লা মোংলা বন্দরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে রাশিয়ান জাহাজ রামপালে নিরীহদের ফাঁসাতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যাক্তির মামলা দায়েরের অভিযোগ সাংবাদিককে পেটালেন পৌর কাউন্সিলরও শ্রমিক লীগ নেতা সুন্দরবনে বাঘের পেটে জেলের পুরো দেহ, পাওয়া গেল মাথা ও রক্তাক্ত প্যান্ট রামপালে জমির দখল পেতে যুবকের সংবাদ সম্মেলন
এস বি এ সি ব্যাংক কাটাখালি শাখার সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠান

এস বি এ সি ব্যাংক কাটাখালি শাখার সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠান

এইচ,এম,নাসির উদ্দীন,কাটাখালি (বাগেরহাট)

এস বি এ সি ব্যাংকের মফশ্বলের শ্রেষ্ঠ ব্রাঞ্চ বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালি ব্রাঞ্চের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে গ্রাহক সমাবেশ, দোয়া ও আলোচনা সভা বৃহষ্পতিবার বেলা ১১ টায় ব্রাঞ্চ অডিটরিয়ামে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠিত হয়। সপ্তম বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে কেক কাটা, দোয়া, গ্রাহক সমাবেশ ও আলোচনা সভা ব্রাঞ্চের ব্যবস্থাপক এন এম আবুল কালাম এর সভাপতিত্বে

উপস্থিত ছিলেন সম্মানিত গ্রাহক লখপুর ইউপি চেয়ারম্যান শিল্পপতি এস এম আবুল হোসেন। বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোশাররফ হোসেন, এম ডি আরজান আলী, মোঃ নুর হাবিব, কাটাখালি প্রেসক্লাব সভাপতি এইচ এম নাসির উদ্দিন, মোঃ সেলিম শেখ প্রমূখ। এ সময় ব্যাংকের খুলনা রিজিওনাল প্রধান এস এম ইকবাল মেহেদী, খারাবাদ বাইনতলা ব্রাঞ্চের রবিউল আলম, ফলতিতা ব্রাঞ্চের মোঃ নজরুল ইসলাম, লবনচরা

ব্রাঞ্চের শেখ আবুল কায়েসসহ সহকারী ব্যবস্থাপক অরুপ কুমার সাহা, সিনিয়র অফিসার মোঃ আলমগীর হোসেন, আরিফা খাতুন, রবিউল ইসলাম, শারমিন আক্তার, রাবেয়া সুলতানা, রুহী রুমাদি বাড়ুই, শ্রীপ্রা রানী, সালমা আক্তার, হাবিবা কুমকুম, ইফতেকার আতিক প্রমূখ উপস্থিত ছিলেন।

সভায় কর্মকর্তাগন কাটাখালি ব্রাঞ্চের ভূয়োশি প্রসংশা করে বলেন অত্র এলাকার ব্যবসায়ী ও গ্রাহক গনের সার্বিক সহয়োগীতায় অত্র শাখাটি সর্ব বিষয়ে শ্রেষ্ঠত্ত অর্জন করেছে। আমরা ব্যাংকের সর্বচ্চ গ্রাহক সেবা অত্র এলাকায় প্রদান করেছি এবং ভাবিষ্যতেও আরো করার ইচ্ছা রয়েছে। গ্রাহকগন বলেন অন্যান্য ব্যাংকের তুলনায় এস বি এ সি ব্যাংকের মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার সেবা দ্রুত পাওয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নগদআর্থিক অনুদান এবং করোনা কালিন ব্যাপক প্রনোদনা পেয়েছি।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers