রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:৫৫ পূর্বাহ্ন

ফকিরহাটের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিরাপদ ও পরিচ্ছন্ন বিদ্যালয় বিষয়ক ওরিয়েন্টেশন

ফকিরহাটের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিরাপদ ও পরিচ্ছন্ন বিদ্যালয় বিষয়ক ওরিয়েন্টেশন

আলমগীর হোসেন, (নিজস্ব প্রতিবেদ) :    বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদের আয়োজনে ১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার সকাল ১০টায় ফকিরহাট উপজেলা অডিটরিয়ামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিরাপদ ও পরিচ্ছন্ন বিদ্যালয় এবং হাইজিন স্যানিটেশন ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ফকিরহাট উপজেলা প্রাথমিক ও গনশিক্ষা কমিটির বাস্তবায়নে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী। সহকারি শিক্ষা অফিসার এস এম ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার, উপ-সহকারি প্রকৌশলী মােঃ আল-আমীন, সহকারি শিক্ষা অফিসার পিন্টু রঞ্জন দাশ, সরোজ কুমার রায়, ইউজিডিপি এর ইউ ডি এফ দিপংকর কুমার মল্লিক সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers