বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:১৭ অপরাহ্ন
করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় খুলে দেওয়া হচ্ছে ওমানের শিক্ষাপ্রতিষ্ঠান। দেশটির রয়্যাল ওমান পুলিশ ও সুপ্রিম কমিটি নিশ্চিত করেছে যে, ১৫ই আগস্ট থেকে ওমানে চলাচলের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।আগামী পহেলা নভেম্বর থেকে দেশটির স্কুলগুলো খুলে দেওয়ার
পরিকল্পনা করা হচ্ছে। তবে স্কুলগুলি প্রাথমিকভাবে শিক্ষার একটি মডেল অনুসরণ করবে। যেখানে কিছু ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদের কমপক্ষে একদিন স্কুলে আসতে হবে।ওমানে গত কয়েক দিন ধরে করোনা রোগী সংক্রমণের মাত্রা কিছুটা কমে আসছে। এই রোগের বিস্তার রোধে দেশজুড়ে ১৫ই আগস্ট পর্যন্ত
চলাচলের নিষেধাজ্ঞা জারি করেছিলো দেশটির সুপ্রিম কমিটি।তবে গত ১৫ আগস্ট দেশটিতে মাত্র ১৮১ জন নতুন করে আক্রান্ত হয়েছে। যা গত একমাসে সর্বনিম্ন। তাই দেশটিতে ১৫ আগস্ট থেকে চলাচলের উপর নিষেধাজ্ঞা বা লকডাউন তুলে নেওয়া হয়েছে।রবিবার ওমানের জাতীয় গণমাধ্যম
টাইমস অব ওমানের এক সংবাদে এমন সংবাদ প্রচার করা হয়েছে। এতে সুপ্রিম কমিটির বরাত দিয়ে জানানো হয় যে, “২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য পহেলা নভেম্বর (রবিবার) থেকে দেশের সকল স্কুল খুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এই জন্য স্কুলের শিক্ষক ও সংশ্লিষ্ট
চাকরিজীবীদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে স্কুলের কার্যক্রম শুরু করতে বলা হয়েছে।বিবৃতিতে আরো জানানো হয় যে, দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নিয়ম ও সামাজিক দূরত্ব মেনে শিক্ষার্থীরা ক্লাসে আসবে। বর্তমানে শিক্ষার্থীদের সপ্তাহে একদিনের জন্য স্কুলে যেতে হবে।গত ২৫ জুলাই সন্ধ্যা ৫ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত জরুরি
যানবাহন ব্যতীত সকল ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা বা লকডাউন চালু করা হয়েছিল। তবে পরিস্থিতি কিছুটা ভালো হওয়ায় গত ৮ আগস্ট থেকে সময় কমিয়ে রাত ৯ টা থেকে সকাল ৫ টা নাগাদ করা হয় এই লকডাউন এবং সর্বশেষ গতকাল (১৫-আগস্ট) থেকে ওমানের লকডাউন পুরোপুরি খুলে দেওয়া হয়।
বর্তমানে দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮২ হাজার ৯২৪ জন। যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৭ হাজার ৫৫০ জন। বর্তমান দেশটিতে সুস্থতার হার ৯৩.৫ শতাংশ। এখন পর্যন্ত এই রোগে দেশটিতে মারা গিয়েছে ৫৬২ জন।
Leave a Reply