বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:০২ অপরাহ্ন
পুরা প্রকৃতির মধ্যে আপনি হারিয়ে যাবেন আমাদের ঘরের পাশেই এমন একটি জায়গা তৈরি হচ্ছে এটা না দেখলে বিশ্বাসই করা যায় না থ্রি স্টার মানের হোটেল নির্মাণাধীন রয়েছে,
মিলছে বারের অনুমতি জিমনেসিয়াম ব্যাডমিন্টন সুইমিং পুল সহ আরো অনেক অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা, মনোরম পরিবেশের প্রকৃতির ছোঁয়া এখানে সর্বত্রই লেগে আছে l
হরেক রকমের বারোমাসি আম ধরে এমন আম গাছ, রয়েছে আখের বাগান ড্রাগন ফলের উৎপাদন ফলোজ বীজের মাধ্যমে চারা তৈরি বিভিন্ন প্রকার সবজি বাগান হরেক প্রজাতির দেশী-বিদেশী পাখির কলরবে মুখরিত চারিপাশ না দেখলে বুঝতে পারবেন না,
পাখির প্রজনন কেন্দ্র গড়ে উঠেছে, গড়ে উঠেছে গরুর খামার ২০০ এর কাছাকাছি বড় জাতের গরু রয়েছে, গরুর পাশাপাশি ঘোড়া গাধা ও বিভিন্ন প্রকার কুকুর ও রয়েছে এখানে, আপনি পেয়ে যাবেন একুরিয়ামের রাখা বিভিন্ন প্রকারের গোল্ডফিশ, চারিপাশে সবুজ সমারোহে ঘেরা আপনাকে বিমোহিত করবে।
রয়েছে পুকুর যা বৈজ্ঞানিক ভাবে সাজানো হয়েছে এবং পুকুরে রয়েছে অনেক বড় বড় মাছ ।
প্রকল্পটি অত্যন্ত সুপরিকল্পিত এবং বৈজ্ঞানিক ভাবে সাজানো হয়েছে যা আমাদের প্রকৃতির সাথে মিশে রয়েছে আমাদের বাস্তব জীবনে। সময় পেলে একটু ঘুরে যাবেন।
CNB -Bazar,Bagerhat
মোঃ আল-ফাহাদ
চুলকাটি,বাগেরহাট
Leave a Reply