বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
রূপসা প্রতিনিধিঃ রূপসায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে রাজস্ব খাতের আওতায় বিভিন্ন সরকারী ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্তকরন অনুষ্ঠান গত ১৩ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মৎস্য পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস।এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্যা,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোর্শেদুল আলম বাবু,সহকারী মৎস্য কর্মকর্তা সরদার জুলফিকার আলী,সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা সাংবাদিক আঃ মজিদ শেখ, ফ ম আইয়ুব আলী প্রমূখ।এসময় উপজেলার ২৫ টি সরকারী ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ৫২৭ কেজি মৎস্য পোনা অবমুক্তকরন করা হয়।
Leave a Reply