মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০২ পূর্বাহ্ন
আলম/ সাকিব, (ফকিরহাট)
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার খুলনা-মোংলা মহাসড়কে কাটাখালি হাইওয়ে থানা প্রশাসনের জাতীয় মহাসড়ক নিয়ে ব্যাপক পরিকল্পনা নিয়েছেন। এ বিষয়ে একান্ত সাক্ষাতে থানার ভারপ্রাপ্ত এস,আই শাহ আলম বলেন, গত ৮/৯/২০২০ ইং তারিখ হইতে থানার দ্বায়িত্ব পেয়েছি। খুলনা-মোংলা ও বাগেরহাট সড়কে চাঁদাবাজি যানজট মুক্ত রাখতে নানা পরিকল্পনা নেওয়া
হয়েছে। মহাসড়কের বিভিন্ন স্টান্ডে দোকানে ব্যবসা-বানিজ্যে, জালটাকা পাচার , অজ্ঞান পার্টির তৎপরতা, মাদকদ্রব্য ও জনসাধারণের বিভিন্ন ভাবে প্রতারক চক্র প্রতারনা বিষয়ে ঠেকাতে রাত-দিন ২৪ঘন্টা কাটাখালি হাইওয়ে থানা প্রশাসন সর্বদা সতর্ক টহল জোরদার অব্যাহত রেখেছেন। খুলনা-মোংলা মহাসড়ক ও বাগেরহাট সড়কে পৃথক পৃথক স্থানে থানা প্রশাসনের সদস্যরা টহল দিচ্ছে। এছাড়া মহাসড়কে যানবাহন সুনির্দিষ্ট স্থানে ছাড়া যত্রতত্র গাড়ী থামতে পারবে না। রাতে অনেক ছোট ছোট
যানবাহন দুরে কোথাও ভাড়াতে গেলে থানা প্রশাসানকে বাধ্যতা মুলক জানাতে হবে। এর কারন হিসেবে জানতে চাইলে এস,আই শাহ আলম বলেন, অনেক সময় রাতে ছোট ছোট যানবাহন অনেক দুরে ভাড়াতে যেয়ে তার গাড়ীসহ তাকে অজ্ঞান ও প্রতারনা করে নিয়ে যায়। তাদের সুবিধার্থে এ নিয়ম করা হচ্ছে। এতে তারা অনেক দিক দিয়ে নিরাপত্তাতে থাকতে পারবে আমরা থানা প্রশাসন
আশাকরি। তিনি আরও বলেন, মাদক দ্রব্য, জালটাকার নোট, পিলার ব্যাবসায়ীরা ও মহাসড়কগুলোতে বিভিন্ন সময় যাত্রীদের প্রতারক চক্র বিভিন্ন ভাবে প্রতারণা করে, মহাসড়কে যানযট মুক্ত করতে কাটাখালি হাইওয়ে থানা প্রশাসন সর্বচ্ শতর্ক ও যে কোন অপরাধ দমনে সর্বদা টহল জোরদার অব্যাহত অভিযানে রয়েছেন বলে তিনি জানান।
Leave a Reply