শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
ভর্তি চলিতেছ রৌফন রেডিয়ান্ট স্কুলে প্লে গ্রুপ থেকে শুরু। চুলকাটি বাজার, (রুটস বাংলাদেশ) বনিকপাড়া রোড, বাগেরহাট।
সংবাদ শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে রামপালে জাতীয় ভোটার দিবস পালন রামপালে স্থানীয় সরকার দিবস উদযাপন  বিনামূল্যে চিকিৎসা সেবা  প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন পশুর চ্যানেলে তলা ফেটে দুর্ঘটনাকবলীত কার্গো জাহাজটি এখও ঝুকি মুক্ত নয়, চলছে কয়লা অপসারণ মোংলায় কয়লা নিয়ে পশুর নদীতে কার্গো ডুবি, ১১ নাবিক জীবিত উদ্ধার মোংলা বন্দরের সিবিএ’র কর্মচারী সঘের সাবেক সাঃ সম্পাদক এস এম ফিরোজ সহ ৩ জনের সদস্য পদ বাতিল ফকিরহাটের মাসকাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। মাদারদিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  মোংলা বন্দর ও উপকুলীয় এলাকায় হঠাৎ বৃষ্টি কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ৮ জন আটক
অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে সি আর দত্ত ছিলেন অকুতোভয় সৈনিক বাগেরহাট পুজা উদযাপন পরিষদ এর আয়োজনে বিশেষ প্রার্থনা ও স্বৃতিচারন সভায় –কামরুজ্জামান টুকু

অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে সি আর দত্ত ছিলেন অকুতোভয় সৈনিক বাগেরহাট পুজা উদযাপন পরিষদ এর আয়োজনে বিশেষ প্রার্থনা ও স্বৃতিচারন সভায় –কামরুজ্জামান টুকু

বাগেরহাট অফিস :অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে সি আর দত্ত ছিলেন অকুতোভয় সৈনিক,তিনি ছিলেন,বাংলাদেশের অর্থ নৈতিক বিকাশ,সামাজিক সাংস্কৃতিক এর বিকাশ,ধমীয় স্বাধীনতার বিকাশ ও শোষন মুক্ত,ক্ষুদামুক্ত রাস্ট্র গঠনে কিনি ছিলেন একজন বীর সেনানী।তিনি মৃত্যুর আগ পর্যন্ত অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে নিরলস ভাবে কাজ করে গেছেন।তার যে দেশ প্রেম ছিলো ১৯৭১ ৪ নং সেক্টরের কমান্ডার হিসাবে দায়িত্ব পালে জীবন বাজি রেখে তিনি সেটা দেখিয়ে গেছেন।তারসততা ও কর্মময় জীবনের কর্মকান্ড জাতি চিরদিন স্বরন রাখবে।শনিবার বিকেলে বাগেরহাট জেলা পুজা উদযাপন পরিষদ এর আয়োজনে প্রায়ত মুক্তিযুদ্বের ৪নং সেক্টর কমান্ডার,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও হিন্দুবৌদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদ এর প্রধান উপদেষ্টা মেজর জেনারেল সি আর দত্ত (অব)এর আত্বার শান্তি কামনায় প্রার্থনা ও স্বৃতিচারন সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা শেখ কামরুজ্জামান টুকু একথা বলেন। বাগেরহাট জেলা পুজা উদযাপন পরিষদ এর সভাপতি বাবু অমিত রায়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বাবু অবনীষ চক্রবর্তী সোনার সঞ্চালনায়উক্ত স্বৃতিচারন সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা হিন্দু বৌদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদ এর সভাপতি বাবু শীব প্রসাদ ঘোষ,বাগেরহাট প্রেস ক্লাবের সাধারন সম্পাদক প্যানেল মেয়র আলহাজ্জ বাকি তালুকদার,বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য একান্ত সচিব ফিরোজুল ইসলাম, হিন্দু বৌদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদ এর সাধারন সম্পাদক এ্যাড: মিলন কুমার ব্যানার্জী,বাগেরহাট প্রেস ক্লাবের, যুগ্ন সাধারন সম্পাদক শেখ আজমল হোসেন,
সাবেক সহসভাপতি মোল্লা আব্দুর রব।এ সময় অন্যন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা পুজাউদযাপন পরিষদ এর নেতা
বিশ্ব নাথ গৌতম বাবু,অম্বরীশ রায়, বাবুল সরদার,মধু সুদন দাম,স্বপন দাস,সুশান্ত কোটাল,স্বপন বিশ্বাস,বিজয় চক্রবর্তী,রাম দাস,পার্থ দেব সাহা, সুযষ কান্তি মন্ডল ,দেবাশীষ পাল,বাবু জয়দেব ঘোষ,ঝিমি মন্ডল,সুনয়না রায়,কাবেরী হালদার, পুরবী সমাদ্দার , বাবু প্রদিপ বসু সন্তু,পারিজাত পাল,গোবিন্দ্র হালদার,সুমন দাস,বাবু মোহন হালদার,নিবাস বিশ্বাস,এ্যাড: জগৎ জীবন বসু,এ্যাড: অরবিন্দু সাহা,বাবু শৈলেন্দ্র নাথ মন্ডল প্রমুখ।
সৃত্বিচারন সভা শেষে সি আর দত্তের আত্বার শান্তি কামনায় ঈশ্বরের কাছে বিশেষ শান্তি প্রার্থনা সভা পরিচালনা করেন,বাগেরহাট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গুরুসেবানন্দজী।উক্ত প্রার্থনা সভায় জেলা ও উপজেলার পুজাউদযাপন পরিষদ এর সকল নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
ভযোগ করাচ্ছেন।

মোল্লা আব্দুর রব
বাগেরহাট

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

  1. © স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers