শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৬ অপরাহ্ন
মোল্লা আব্দুর রব : বাগেরহাটের মোড়েলগজ্ঞের মধ্যে চিংড়াখালী গ্রামে জমি জমা নিয়ে পুর্ব শক্রতার কারনে প্রতিপক্ষকে ফাসাতে রাতের আধারে নিজের পরিত্যত্ত ঘরে আগুন লাগিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির করার অভিযোগ পাওয়া গেছে।জানাগেছে, মোড়েলগজ্ঞের মধ্যে চিংড়াখালী গ্রামের সাবেক ইউপি সদস্য আবুয়াল হাওলাদার এর পুত্র রাজুর সাথে পাশ্ববর্তী পরসম্পদ লোভী,মামলাবাজ আ: আজিজ হাওলাদার এর সাথে কয়েক বছর ধরে বিরোধ চলে আসছে।এবিষয়ে প্রতিকার পাওয়ার জন্য রাজু হাওলাদার আজিজ এর বাড়ীর ভীতর ২২শতক জমি ফিরে পাওয়ার জন্য ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন। কিন্তু অভিযোগ এর নোটিশ পাওয়ার পর আজিজ পরিষদে উপস্থিত না হয়ে বাগেরহাট ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মিথ্যা ১০৭/১১৭ ধারার মামলা করেন।ইউনিয়ন পরিষদ এর মাধ্যমে ০৯,০৯,২০২০ তারিখ শালিশ এর পুনরায় নোর্টিশ পাওয়ার পর গত কাল মঙ্গলবার দিনগত গভীর রাতে আজিজের একটি পরিত্যত্ত ঘরে আগুন ধরিয়ে দিয়ে রাজুদের নামে মোড়েলগজ্ঞ থানায় একটি অভিযোগ দেন আ: আজিজ।সকালে থানা থেকে পুলিশ এলে এলাকাবাসী বিক্ষোভে ফেটে পরে।ঘটনার প্রতিবাদে এলাকাবাসী নারকেল বাড়ীয়া বাজারে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে ইউনিয়ন পরিষদ এর সামনে এক প্রতিবাদ সভায় বক্তারা বলেন,আজিজ এলাকার একটি চিহ্নিত দালাল,মামলাবাজ,ভুমিদস্যু সে ইতিপুর্বে এভাবে নিজে ঘরে আগুন দিয়ে ছত্তার শেখ এর পুত্র নুরুল ইসলাম কাছ থেকে শালিশ এর মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।আবার সেইরুপ রাতে পরিত্যত্ত ঘরে নিজে আগুন দিয়ে লোক মারফত রাজুকে জায়গার দাবী ছাড়তে বলছে।আজিজ এর মিথ্যা মামলা করে সাধারন মানুষকে হয়রানী করা এই অন্যায় আমরা আর মেনে নেবেনা।বক্তারা অভিলম্বে মোড়েলগজ্ঞ থানায় রাজুর বিরুদ্ধে যে মিথ্যা ঘর পোড়ানোর অভিযোগ দিয়েছে তা সম্পূর্ণরুপে মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন।আমরা তদন্ত পুর্বক আজিজ গংদেও বিরুদ্বে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করছি।এবং উক্ত মিথ্যা হয়রানিমূলক মামলা থেকে পরিত্রান পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনাসহ প্রশাসনের উর্দ্ধোতন কর্তৃপক্ষের কাছে সুষ্ঠ তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবি জানান।
স্থানীয় ইউপি সদস্য সোহেল খার সভাপতিত্বে ও মো: ইব্রাহিম শেখ এর সঞ্চালনায় উক্ত সভায় বক্তৃতা করেন,ইউপি সদস্য শহিদুল ইসলাম,মো: আক্কাস আলী,মো: লিন্টু বক্স্র,লাভলু হাওলাদার প্রমুখ।
রাজু হাওলাদার বলেন,থানায় যে পিটিশন দিয়েছেন থানা পুলিশের কাছে সেটা সম্পুর্ন মিথ্যা প্রমানিত হয়েছে।তিনি বলেন আমি এমন কোন ঘটনার সাথে জড়িত থাকলে স্থানীয়রা দেখবে।তিনি এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।অভিযুক্ত আজিজ হাওলাদার অভিযোগ অস্বিকার করে বলেন,রাতে ঘর পোড়াতে আমার স্ত্রী দেখেছে।তবে রাজু আমার প্রতিপক্ষ সেকারনে তার বিরুদ্বে থানায় মামলা দিয়েছি।স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী আক্কাস বুলু বলেন,আজিজ একজন মামলাবাজ,তার বাড়ীর ভীতরে রাজুর জায়গা রয়েছে,যে কারনে রাজু পরিষদে মামলা করেছে।আজিজ পরিষদে উপস্থিত না হয়ে এধরনের কাল্পনিক অভিযোগসহ চলছাতুরীর আশ্রয় নিচ্ছে।
মোড়েলগজ্ঞ থানার এস,আই মেহেদী জানান,অভিযোগের বিষয়টি তদন্তধীন আছে,তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
হবে।
Leave a Reply