আলমগীর হোসেন (বেতাগা ফকিরহাট) : বাগেরহাটের ফকিরহাটের বেতাগাতে TAPP-BDP প্রকল্পের উদ্যোগে ইউপি অফিস কক্ষে ৯ সেপ্টেম্বর ২০২০ রোজ বুধবার জুম মিটিং এর মাধ্যমে অবহিতকরণ ও নিরাপদ পানি সরবরাহ বিষয়ক সচেতনতা বৃদ্ধি মূলক সভা অনু্ষ্ঠিত হয়।TAPP-BDP প্রকল্প কর্মকর্তা (ইপিআরসি) সোহেল আহম্মদ এর পরিচালনায় বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখের সভাপতিত্বে জুম মিটিং এর মাধ্যমে এ সভাতে অংশগ্রহন করেন ইপিআরসি এর নির্বাহী প্রেসিডেন্ট প্রফেসর ইঞ্জিঃ বিলকিস আমিন হক এবং এ্যাডজাঙ্কট প্রফেসর ইমোরী বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র।
এছাড়া এসময় বেতাগা ইউপি সচিব এস এম দাউদ আলী সসহ বেতাগা ইউপি সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply