শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৭ অপরাহ্ন

চুলকাটি অনলাইন টিভি ও নিউজ মিডিয়া, সত্য প্রকাশের অঙ্গীকার। 
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: পরিবার প্রতি পাঁচ লাখ টাকা দিতে তিতাস গ্যাসকে আদালতের আদেশ

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: পরিবার প্রতি পাঁচ লাখ টাকা দিতে তিতাস গ্যাসকে আদালতের আদেশ

চুলকাঠি ডেস্ক : নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে যে ৩৭ জন দগ্ধ হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে এখই পাঁচ লাখ টাকা করে দিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

গত শুক্রবারের ওই ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে।হাসপাতালে ভর্তি আছেন ৮ জন। যাদের অবস্থাও আশঙ্কাজনক।রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে অংশ নেয়া অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা জানিয়েছেন, আদালত বলেছে তিতাস গ্যাস, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং মসজিদ কমিটি – সব পক্ষেরই দায় রয়েছে এই ঘটনায়।

তবে জরুরি প্রয়োজনে আপাতত তিতাস গ্যাসকে এই অর্থ দিতে বলা হয়েছে।আদালত বলেছে, আদেশের কপি হাতে পাওয়ার সাত দিনের মধ্যে তিতাসকে এই অর্থ পরিশোধ করতে হবে।বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ার আবেদন করে আদালত জনস্বার্থে রিট করেছিলেন নারায়ণগঞ্জের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মার-ই-য়াম খন্দকার।

নারায়ণগঞ্জে বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার আবেদন জানিয়ে এই রিটটি করা হয়।মাটি খুঁড়ে গ্যাসের লাইনে সমস্যা চিহ্নিত করার জন্য সোমবার থেকে শুরু হওয়া কাজ আজও অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers