শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫১ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্ত দিবস পালন করেছে মিলান বিএনপি। এ উপলক্ষে এক আলোচনা সভা করা হয়েছে।
রোববার স্থানীয় একটি রেস্টুরেন্টে মিলান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুননের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হোসাইন মো. মনিরের পরিচালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং জিয়াউর রহমানসহ দলীয় নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন।
আলোচনা সভায় বক্তব্য দেন মিলান বিএনপির সহ-সভাপতি আনোয়ার বেপারী, সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, সহ-সভাপতি শাহ আলম, আবুল কালাম, হাসিব আলম সেলিম, মতিউর মুন্সী, নুরুল ইসলাম জুয়েল, মাহবুব আলম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক রুহিন আহমেদ, মীর হোসেন বিপ্লব, প্রচার সম্পাদক একে রুহুল সান, ময়েজুর রহমান ময়েজ, সহ-সাংগঠনিক সম্পাদক আহাদ খান, মামুন আহমেদ, যুবদলের সম্পাদক রাজু খান।
এছাড়া সহ-সভাপতি রবিন শিকদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম আহমেদ, সদস্য সচিব জুয়েল পাশা, মাদারপুর বিএনপির সজীব কাজী, সুহেল কবিরাজ, খোরশেদ আলম শ্রাবন, এনামুল হক রিমন, খোরশেদ আহমেদ, নূর হোসেন জমির, সোহাগ তালুকদার, শিমুল চৌধুরী, নেপালি বিএনপির সহ-সভাপতি জাকির হোসেনসহ মিলান যুবদল, স্বেচ্ছাসেবক দল, সিলেট জাতীয়তাবাদী ফোরাম, মাদারীপুর জাতীয়তাবাদী ফোরাম, সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইতালিসহ মিলান বিএনপির নেতারা বক্তব্য দেন।
Leave a Reply