শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৫ অপরাহ্ন

চুলকাটি অনলাইন টিভি ও নিউজ মিডিয়া, সত্য প্রকাশের অঙ্গীকার। 
বিডিনিউজের প্রধান সম্পাদকের জামিন স্থগিত চায় দুদক

বিডিনিউজের প্রধান সম্পাদকের জামিন স্থগিত চায় দুদক

অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদকের আইনজীবী খুরশীদ আলম খান , এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৩০ জুলাই দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, তৌফিক ইমরোজ খালিদী বিভিন্ন ব্যাংকের ৪২ কোটি টাকা জমা রেখেছেন— যা তিনি অবৈধ প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে অর্জন করেছেন।

তবে এই অভিযোগ সত্যি না বলেছেন তৌফিক ইমরোজ খালিদী। দুদকের মামলায় গত ২৬ আগস্ট হাইকোর্ট বিভাগ তাকে আট সপ্তাহের আগাম জামিন দেন। তার আইনজীবী মাহবুব শফিক দ্য ডেইলি স্টারকে বলেন, আমার ক্লায়েন্ট কোনো দুর্নীতি করেননি, এটা বিবেচনা করে আদালত তাকে জামিন দিয়েছেন।

খুরশীদ আলম আরও বলেন, হাইকোর্ট বিভাগের আদেশ বাতিল চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। আগামীকাল এই আবেদনের শুনানি হতে পারে।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers