বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন
আলমগীর হোসেন, (নিজস্ব প্রতিবেদক)
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২০ পালিত হয়েছে। ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোভিড-১৯ সংকট সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম ও ফকিরহাট সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাসের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাছরুল মিল্লাত, প্রধান শিক্ষক অসিম কুমার মজুমদার প্রমূখ। এসময় সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামিম জামান পলাশ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন সরদার, পল্লী বিদুৎ ফকিরহাট জোনের ডিজিএম আহসানুল করিম সহ বিভিন্ন কর্মকর্তা ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply