রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ফুটপাত ও সড়কে অবৈধভাবে নির্মাণসামগ্রী পাওয়া গেলেই সেগুলো জব্দ করে তাৎক্ষণিক নিলাম করে দিচ্ছে ডিএনসিসি। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে গুলশান-২-এর ৮৬ নম্বর রোডে মেয়র মো. আতিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করছে একটি টিম। অভিযানে দেখা যায়, ওই রোডের একটি নির্মাণাধীন ভবনের কাজের জন্য ফুটপাত দখল করে রড রাখা হয়েছে। সেগুলোর জন্য নিলামের ডাক দেয়া হয়। পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। রোডে রাখা রডগুলো স্পট নিলামে উঠলে তাতে পাঁচজন অংশগ্রহণ করেন। এদের মধ্যে একজন সব রড ও রড কাটার মেশিন ৪৯ হাজার টাকায় ক্রয় করে নেন। পরে ট্যাক্স ভ্যাট বাবদ আরও সাত হাজার টাকা দেন তিনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ফুটপাত ও সড়কে অবৈধ নির্মাণসামগ্রী ও দোকান বা স্থাপনা পাওয়া গেলে সেগুলো জব্দ করে তাৎক্ষণিক নিলামে তোলার কার্যক্রম আজ সকাল থেকে শুরু হয়েছে।
সূত্র জানায়, ডিএনসিসির অঞ্চল-১ উত্তরা জসীমউদ্দীন মোড়; অঞ্চল-২ (মিরপুর-২) ভাসানটেক; অঞ্চল-৩ (মহাখালী) নগরভবন, গুলশান-২-এর সামনে থেকে শুরু অভিযান হবে। এছাড়া অঞ্চল-৪ (মিরপুর-১০) শাহ আলী মাজারের সামনে, অঞ্চল-৫ (কারওয়ান বাজার) আল্লাহ করিম মসজিদের সামনে, মোহাম্মদপুর; অঞ্চল-৬ (হরিরামপুর) সেক্টর-১২ ও সেক্টর-১৩ এর মোড়; অঞ্চল-৭ (দক্ষিণ খান) দক্ষিণ আজমপুর; অঞ্চল-৮ (উত্তরখান) শাহ কবির মাজার রোড, উত্তরখান; অঞ্চল-৯ ভাটারা এবং অঞ্চল-১০ সাঁতারকুল থেকে একযোগে অভিযান পরিচালিত হচ্ছে।
Leave a Reply