বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০১:৫৭ পূর্বাহ্ন
চুলকাঠি ডেস্ক : বাগেরহাট জেলার ৯টি উপজেলায় সরকারের শীর্ষ নির্বাহী হিসেবে হিসেবে দায়িত্ব পালনরত ইউএনও নিরাপত্তায় রাতেই প্রতি জনের জন্য চারজন করে অস্ত্রধারী আনসার সদস্য নিয়োগ দেয়া হয়েছে। বাগেরহাট জেলা আনসার ও ভিডিপি অফিস রাতে এ তথ্য নিশ্চিত করছে।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ওয়াহিদা খানমের উপর তার বাসায় গতরাতে সন্ত্রাসী হামলায় তিনি জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকায় সরকার সারাদেশের ইউএনওদের নিরাপত্তায় দ্রুত এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা।
রাতেই বাগেরহাট জেলার ৯টি উপজেলায় নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তায় চারজন করে অস্ত্রধারী আনসার সদস্য নিয়োগ করা হয়েছে।
Leave a Reply